সংস্কৃতি
সংস্কৃতি
অধিকার তাে দিয়েছিলাম পুরােপুরি,
তুমি কী সেই অধিকারের অধিকারী ছিলে!
বিশ্বাস করেছিলাম সর্বাঙ্গে,
তুমি কী সেই বিশ্বাসে বিশ্বাসী ছিলে!
জানাে আজকাল ক্ষয়ে যেতে যেতে অমাবস্যা আমি।
তােমার চোখে এখনও পূর্ণিমার কলঙ্ক মােছেনি।
আমিও ছিলাম পুঁজিবাদের পূজারী, তুমি ছিলে রিক্তহস্ত।
আনাচে কানাচে ভরে ছিলাে মুক্তিযুদ্ধের তিক্ততা।
আজ নিঃশ্বাসে অভিয়ােজিত সম্ভাবনার ইতিহাস।
তুমি-আমি তবু মিশে থাকবো সংস্কৃতিতে।
