স্নেহের পরশ
স্নেহের পরশ
মা গো তোমায় ছাড়া
কাটে না যেন দিন ,
তোমার প্রতি ভালোবাসা
হয় না যেন ক্ষীণ ।
তুমি আছো তাইতো
আমার বাঁচার প্রতি মোহ ,
তোমার স্নেহের পরশ মাথায়
সুখী করে গৃহ ।
মা গো তোমার আঁচল তলে
বিপদ যায় ঘুচে ,
তোমার মতো নয়ন বারি
দেয় কি কেউ মুছে ।
ভগবানের শ্রেষ্ঠ দান
শ্রেষ্ঠ উপহার ,
প্রতি জনমে মা গো তোমায়
পাই যেন বারবার ।
