স্নায়ুচ্ছেদ
স্নায়ুচ্ছেদ
আমায় পৌঁছে দাও সেই আজব দেশে
যেখানে আজও রডোডেনড্রন এর শীতল ছায়া–
তৃপ্ত করে আমার রিপুগুলিকে।
আমি থাকতে চাই সেখানে
যেখানে আজও মরাপচা দেহগুলি বলে–
এই তো আমি বেঁচে;
যেখানে দ্য ভিঞ্চি হারিয়েছে
এক অতিসুন্দরী মোনালিসার খোঁজে,
যেখানে কলম্বাস এর কম্পাস গেছে ক্ষয়ে,
যেখানে হ্যালির ধূমকেতু তার গতি হারিয়ে ফেলে
যেখানে পাখিরাও রাত মাতাল হয়ে পড়ে,
আমাকে পৌঁছে দাও সেই আজব দেশে
যেখানে শরীরী অশরীরীর স্নায়ুচ্ছেদ ঘটে।।
