স্মৃতি
স্মৃতি


হারিয়ে যাবো যেদিন আমি
পড়বে আমায় মনে,
এক ফোঁটা জল আসতে দিও
তোমার চোখের কোণে ।
সেদিন যতই ডাকবে আমায়
দেবো না আমি সাড়া
হয়ে যাবো সেদিন আমি
নীল আকাশের তারা।
হারিয়ে যাবো যেদিন আমি
পড়বে আমায় মনে,
এক ফোঁটা জল আসতে দিও
তোমার চোখের কোণে ।
সেদিন যতই ডাকবে আমায়
দেবো না আমি সাড়া
হয়ে যাবো সেদিন আমি
নীল আকাশের তারা।