শ্রেষ্ঠ উপহার
শ্রেষ্ঠ উপহার


আজকে আমার পড়ছে মনে
প্রথম দিনের কথা ,
সেদিন টা মনে পড়লে
ভুলি সকল ব্যথা।
অফিস থেকে বেরিয়ে
আমি বাস ধরবো বলে,
দাঁড়িয়ে আছি বাস স্টপ এ
সময় হিসাব ভুলে।
তুমি সেদিন দাঁড়িয়ে ছিলে
আমার পাশাপাশি,
হঠাৎ করে তাকিয়ে দেখি
তোমার মুখে হাসি।
চিনতে সেদিন ভুল হয়নি
তুমি ই তো সেই ছেলে ,
যার সাথেতে স্কুল জীবনে
হয়েছি বড়ো খেলে।
টেডি দিয়ে আমায়
তুমি বন্ধু করেছিলে ,
কত স্মৃতি হলো গঠন
তোমায় আমায় মিলে।
আজকের এই টেডি ডে তে
আবার হবে দেখা ,
টেডি দিয়ে ই উপহার
যা তোমার থেকেই শেখা।
বন্ধুত্ত তোমার আমার
থাকুক এমন অটুট,
সম্পর্কের মধুরতা
এমন ভাবেই ফুটুক।