শ্রেষ্ঠ ধর্ম : হিন্দু না ইসলাম ?
শ্রেষ্ঠ ধর্ম : হিন্দু না ইসলাম ?
সমাজের মূলে আছে বর্ম —
এই বৰ্মই তো ধর্ম...
হিন্দুপন্থীরা বলে, ' মোরা উত্তম '
ইসলামপন্থীরা বলে, 'মোরাই সর্বোত্তম '
কিন্তু নহে, নহে ইহা সত্য;
এরূপ ধারনা ভ্রান্ত ৷
সর্বধর্মই অনুপম —
নহে কেহ কাহারো হতে কম ...
নহে হিন্দুত্ব, নহে ইসলামত্ব ;
নহে কোনো এক ধর্ম শ্রেষ্ঠ–
সর্বধর্মই মুক্তোবৎ
সৰ্বধৰ্মই বলিষ্ঠ ৷৷
