Subham Bhattcharjee
Fantasy Inspirational Children
শরতের সাদা মেঘে
ভরা নীলাকাশ,
শিউলির গন্ধে
ভরেছে বাতাস।
কাশে কাশে ভরা বন,
বাউলের গান-
শোনা যায় দূর থেকে
ভরে যায় প্রান।।
শরৎ
দেখবে সবাই তোমার আপন দেখবে সবাই তোমার আপন
হোলি হোলি
ডুমুর ডুমুর
এক পশলা বৃষ্টি এক পশলা বৃষ্টি
অনন্ত প্রতীক্ষা অনন্ত প্রতীক্ষা
সে সে
যার কথা ভাবি যার কথা ভাবি
শতাব্দীর স্বপ্ন শতাব্দীর স্বপ্ন
আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো
গুরুদেব গুরুদেব
মোহময়ী রূপ মোহময়ী রূপ
ইচ্ছে ইচ্ছে
শিরোনাম লিখতে চেয়েছি শিরোনাম লিখতে চেয়েছি
নিরুদ্দেশ নিরুদ্দেশ
বহুকালের সম্পর্ক বহুকালের সম্পর্ক
না দাবি নেই। না দাবি নেই।
ভালবাসার সাতকাহন ভালবাসার সাতকাহন
নদী নদী
"..এই বুঝি মন হবে স্বাধীন..." "..এই বুঝি মন হবে স্বাধীন..."
প্রতিটা বিম্ব অলীক হয়ে আসে বিবর্ণ দেয়ালের কাচে প্রতিটা বিম্ব অলীক হয়ে আসে বিবর্ণ দেয়ালের কাচে