শীতের শহর
শীতের শহর
শীতের শহরে প্রেমের উষ্ণতারা বাঁধ মানে না|
অনাবিল সারল্যে হাতে হাত, চোখে চোখ রাখা হয়|
শরীরের শীতলতা নিমেষে হারায়, চোখের উত্তাপে|
শহর ডিসেম্বরের হোক, কি এপ্রিলের|
প্রেমের নাতিশীতোষ্ণ হাওয়ায় অনাবিল হাসিরা বাঁধ মানে না|
প্রেমেরা থাকুক বইয়ের সুগন্ধি পাতায়,
কিংবা নেমে আসুক একাকীত্বের শহরে|
প্রেমেরা ঘিরে থাকুক ট্রামলাইনের সরলরেখায়,
কিংবা মিছে অভিমানের বহরে|
হলুদ ট্যাক্সির ব্যাকসিটে উঠুক মনখোলা হাসির রোল
নস্টালজিয়ায় মিশে থাক আন্তরিকতা আর
টানা রিক্সার খুপরিতে জমুক হরেক গানের বোল|
শীতের শহরে চেনা চোখের দৃষ্টিরা বাঁধ মানে না|
ঠোঁটের ক্যানভাসে হাসি আঁকা হয়|
মনের স্থবিরতা নিমেষে হারায়, প্রেমের উত্তাপে|
~ দেবাঞ্জন

