শাশ্বত বরিষনে
শাশ্বত বরিষনে


বৃষ্টি তোমায় ছুঁবে বলে
বরিষন অবিরত
সবুজ পাতা গড়িয়ে কদম ছুঁয়ে
যতোই টুপটাপ অবিরাম
তোমার কপাল বেয়ে ঠোঁট সে
পারছিল না ছুঁতে।
ঝর্ণার কলতান
বাঁশ ঝাড়ের বেশুমার সাঁই সাঁই
পদ্মপুকুর পেরিয়ে তালপুকুরের জল
থেমে নেই ঝুমাঝুম,
সাথে গুড়ুম গুড়ুম।
রিমঝিম সারাদিন
নদীর ধারে চায়ের কাপে
দুজন মিলে যুগল প্রেমে
জোড়াকাপে ঝড়তুলে ও
থামে না যে দারুন তৃষ্ণা।
আকাশ জুড়ে মেঘের কোলে
মোরা ও যে হারিয়ে যাই
অবশেষে দারুন মেঘ
ছুঁয়ে দিলো ঠোঁট
অবিরাম ভালবাসায়।
কর্ণফুলির পাড়ের উদ্যাম সমিরণ
উড়িয়ে নিলো ছাতাখানা তোমার
তাতে ও ভয় কিসের
এঁকে দিলে তুমি যুগল তীলক
শাশ্বত প্রেমের অবিরাম বরিষনে।