সবুজের জয়গান
সবুজের জয়গান
নদীর বুকের শব্দ শুনি
চলতে পাহাড়ি পথে,
হিম শীতল নদী ওই যায় এঁকেবেঁকে,
কোথাও স্রোতের টানে,উছুল গতি ভার..
কোথাও বা ধীরগতিতে,এক মনােরম বাহার.।
নদীর বুকের শব্দ শুনি,কলকল কোলাহল,
দুইপাশে পাহাড় চুড়া,অনন্ত অবিচল..
সবুজের তলদেশে,অপরূপ শোভায়,
সুদুরে বয়ে যায়, ক্লান্তিহীনা স্রোতস্বিনী,
কলকল বেগে ধায়. দুই ধারে রাশি রাশি সবুজের সম্ভার, ...
চিরায়িত চিরসবুজ,অফুরাম জীবন শক্তির আধার,।
নদীর বুকের কলতান,দিয়া শুনি মনপ্রাণ,
যেন জুটে যাই,গাই সবুজের জয়গান,
