স্বীকারোক্তি (শারদ সংখ্যা)
স্বীকারোক্তি (শারদ সংখ্যা)


বলতে দ্বিধা নেইতো আমার
ভালোবেসেছিলাম,
মন থেকে যে শুধুই আমি
তোমায় চেয়েছিলাম।
হয়তো আজ ও ভালোবাসি
পেয়েও অবহেলা,
রিক্ত শুন্য হাতে শুধু
কেটেছে আমার বেলা।
মুঠো থেকে ঝরে গেছে
অপূর্ণ ভালোবাসা,
প্রথম দেখায় আমার মনে
জাগিয়েছিলে আশা।
সাধারণের মাঝে তুমি
ছিলে অসাধারণ,
ভালোবাসি সবার মাঝে
বলা ছিল বারণ।
বুঝতে সেদিন পারিনি গো
তোমার ছলনা,
মনের মাঝে তখন আমার
রঙ্গিন কল্পনা।
সঙ্গে থাকবে এটাই ছিল
তোমার অঙ্গীকার,
যাবার বেলা দিয়ে গেলে
ব্যথার উপহার।
মিথ্যে ছিল ভালোবাসা
মিথ্যে ছিল যত,
আজও আমায় যন্ত্রণা দেয়
আমার মনের ক্ষত।
অপূর্ণতায় পূর্ণ আমি
ভগ্ন হৃদয় নিয়ে,
স্মৃতি টুকুই বুকের মাঝে
গিয়েছিলে দিয়ে।
অভিমানে পূর্ণ ঝুলি
রেখেছি যত্ন করে,
পিছন ফিরে না তাকিয়ে
গিয়েছো তুমি সরে।
আমি আজও দাঁড়িয়ে আছি
সেইখানেতে একা,
আশায় আছি আবার যদি
পাইগো তোমার দেখা।