STORYMIRROR

Ipsita Ghosh

Fantasy

2  

Ipsita Ghosh

Fantasy

সাজ

সাজ

1 min
13.8K


সাজ আমার পুরণ হলো না যে।থমকে গেছে যেন আয়নাটা ও

বলছে নাকি কপালের পরে আঁকতে হবে

আমার মনকে পাথর বা মরু যেটা খুশি ভেবে নাও

তুমি!!!!! আকাশের চাঁদমামাকেও

সারা বাড়ি উথালপাথাল কিন্তু সেই একার রং যে উধাও?

হঠাৎ চোখে পড়ল শিকেয় যে পড়ে আছে নকশি বাক্সে আমার তুলে রাখা স্বপ্ন গুলো।

তাড়াতাড়ি খুলে দেখলাম শুকনো ন্যাতানো স্বপ্ন গুলো হাওয়ার অপেক্ষায় কোনরকমে ছিলো জীবিত।

ধূলোমাখা স্বপ্নগুলোকে ঝেড়ে পরিস্কার করে দেখলাম তারা আছে আগের মতই জীবন্ত।

একটুও বদলায়নি যে শৈশবে কুড়ানো সমুদ্রের বালিমাখা আমার ছোট্ট দুষ্টু ঝিনুকটা,

কিশোরী মনের জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া অশ্বথ্থ পাতা।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy