STORYMIRROR

Ipsita Ghosh

Fantasy

2  

Ipsita Ghosh

Fantasy

গোলাপ কথা

গোলাপ কথা

1 min
15.4K


আমি যে এক সদ্য ফোটা গোলাপ,আমার সুগন্ধে জগৎ করে প্রাণপাত।

বিশ্ব আমায় করেছে ভালোবাসার প্রতীক,বসিয়েছে রূপের রানির আসনে বাজিয়ে শঙ্খদীপ।

সব যে আছে মার কাছে কিন্তু এক গোপন ব্যাথা গুমরে বলে,নেই মোর দেবতার পায়ে সমর্পনের অধিকার

কমল ই যে সর্বদা সাজে দেবতার হাতে,দেবের চরণে নিবেদিত শুধু সে,তারই আসনে যে দেবদেবী বিরাজে,তার বিনা যে পূজা অসম্পূর্ণ থাকে।

আমি শুধু এক প্রিয়তমা,এক অভিসারিকা হয়ে ফুল-সজ্জায় কাতর হবো,নতুবা প্রেমিকের প্রেমের বার্তা বহন করে নিয়ে যাবো,নতুবা কোন কেশবতীর করবীতে শোভা পাবো।

কমল হতে পারিনি এই জীবনে সেতো নিয়তির লিখন।কেন তবে পূজায় হল মোর নিষিদ্ধ নিবেদন?

কন্টক তো সর্বদা আমার হৃদয়ে গেঁথে আছে,সেই ব্যাথা তুচ্ছ হত দেবতার পাদস্পর্শে।

কিন্তু হায়!দেবতার কি দেখা পাবো কখনো?এই অভিসারিকার মনের পবিত্রতা কি সে বুঝবে কখনো?এই জীবন যে ধন্য হয়ে যাবে তারি দর্শন মাত্র।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy