STORYMIRROR

Manab Mondal

Abstract Action Inspirational

3  

Manab Mondal

Abstract Action Inspirational

রোজ খুন হয়

রোজ খুন হয়

1 min
6

রোজ দেখি একটা না একটা ভালোবাসার গল্পকে 

খুন হতে 

এ শহরের গলি থেকে রাজ পথে।

 তবুও তুমি বলবে আমি তোমাকে বাসি নি কখনো ভালো।

আজই তোমার জন্য উপহার নিতো মনে চাইছিলো।

 হাটে হাটে দূরে দেখলাম, সাদা ধবধবে ভাতের থালা ।

কাছে যেতে ধীরে ধীরে স্পষ্ট হলো, ওগুলো, জুঁই ফুলের মালা ।

মন চাইছিলো একটা তোমার জন্য নিতে।

কিন্তু নিতে পারিনি যদি তুমি বকুনি দিতে।

তাই ভয়ে মাস পয়লায়ও মাইনের টাকায় হাত দিইনি।

অথচ তুমি হয়ে অভিমানি

বলবে আমি কখনো তোমাকে ভালোবাসিনি।

এ শহর তোমার সাথে ঘর বাঁধাতে।

আমাকে হয়েছে সৎ নাগরিক হতে ।

যে মুখ বুজে লেজ নেড়ে।

পাথর সব নেবে সহ্য করে।

বছর বছর করবে রাজাকে নির্বাচন।

ক্ষোভ ভুলতে শুনবে কাজী গাজীর প্রবচন।

তবুও

তুমি বলবে আমি তোমাকে বাসি নি কখনো ভালো।

তুমি দেখো আমি ভুলে যাই

তোমার জন্মদিন, আমাদের বিবাহবার্ষিকীর কথা।

তুমি দেখো না আমরা সবাই ভুলে যাই,

রাজার দেওয়া বঞ্চনা ব্যাথা।

তবে গনতন্ত্র রাজা বড় দয়াময়।

ফি বছরে সে আমাদের হাতে নির্বাচিত হয়।

রাজার গায়ে সংবিধানের নামাবলী।

প্রকাশ্যে সে দেয় হাততালি।

গনতন্ত্র বিসর্জনে আমায় তোমায় ধুনুচি নাচায়।

তবুও আমরা সবাই সব কিছু ভুলে যাই।

তুমি বলবে হয়ে অভিমানি আমি তোমাকে কখনো ভালো বাসি নি ??


Rate this content
Log in

Similar bengali poem from Abstract