STORYMIRROR

Dipanjan Das

Abstract Romance Fantasy

4.5  

Dipanjan Das

Abstract Romance Fantasy

পূর্ববর্তী প্রজন্মের কবিতা...

পূর্ববর্তী প্রজন্মের কবিতা...

1 min
384



মাঠের মাঝে জেগে উঠেছে আগ্নেয়গিরি। অমিল বাস্তবতায় জীবন নির্মাণে ব্যস্ত পৃথিবী টের পাইনি হাহাকার। সূর্যালোকের কাছে যাত্রার নিমিত্তে চেয়েছিলাম হাজার বছরের জ্বালানি। বদলে পেয়েছি গোবরে পোকার নিশ্চিন্ত রাত্রিযাপন। মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে মানুষ - এক অনন্ত যাত্রা। নবাগতদের ড্যাফোডিলের বাগানে যখন নোনা তৎসম উচ্ছাস, তখন দিগন্ত ছোঁয়ার লড়াইয়ে পরাজিত সৈনিকেরা হাতে নিয়েছে অনাব্য বন্দর। আনন্দ, বিষাদের ঊর্ধ্বে তখন টের পাওয়া যায় দিবাস্বপ্নের গন্ধ। কালচক্র পেরিয়ে আহ্বান কেবল বিদ্যুতের। ওই দূর হতে শোনা যায় 'পথসংকীর্তনের অস্পষ্ট গান'...


Rate this content
Log in