নিবেদন এখনও বাকি
নিবেদন এখনও বাকি
চিত্রপটের ভিতর বেড়ে চলেছে চন্ডাশোক। ঘন কালো মেঘের ভেতর দিয়ে আড়াল তখনও বিস্তর। স্থির প্রজ্ঞার কাছে মাথা নত করে শৈশবে ফেরার বৃথা চেষ্টায় খুঁজে চলেছি 'প্রতিবিম্ব মেয়ে'। হেমন্ত পেরিয়ে যখন গভীর বসন্ত বাতাসও ব্যস্ত অনুচ্ছেদ লিখতে, ঠিক তখনই আমি দেবতার কালি মুছে হারিয়েছি ছদ্মনাম। শিশির ভেজা ঘাসে এঁকেছি মর্মলিপি। মদের গন্ধে ম ম করে উঠেছে জৈবগ্রন্থি। লজ্জা সরিয়ে আপন করেছি মাংস কলহ। মৌলিকতা তবুও আজ ইতিহাস হয়ে যায়নি। আলোছায়ার চৌকাঠে তাদের ছবি বাঁধানো আছে...