পুজোর মরশুম
পুজোর মরশুম


কাশের দোলায় শরৎ এল নিয়ে শিউলি সুবাস, মেঘ-রোদ্দুরের লুকোচুরিতে মেতেছে আকাশ, ঢাকের বাদ্যির আবাহনীতে উমা ফেরেন ঘরে, চিন্ময়ী হল মা, রঙের প্রলেপ কাঠামোর খড়ে, বিসর্জনে বিদায় উমার, ঘরে আসেন মা লক্ষ্মী, আলপনায় সাজে বাড়ি, উপাচারের মস্ত ঝক্কি; আলোর রোশনাই নিয়ে তিমিরবিনাশী মা কালী, ভাইফোঁটায় কাঁটা যমের দ্বারে, সমর্পণের ডালি।
দুর্গারা ধরে সংসারের হাল ঘরে কিংবা বাইরে,
দিন গুজরানের তরে নারীরা পিছিয়ে নাই রে, মর্ত্যের অসুর বিনাশে কখনও তারাই রণচন্ডী, অবদমনের শৃঙ্খলেও আর হবে না ওরা বন্দী; আলো এসে পৌঁছোয় না পথের ওই সংসারে,
সারা বছর অন্নচিন্তা ওদের রাতের ঘুম কাড়ে; মর্ত্যের দেবীদের চোখে-মুখে ফুটবে হাসি যবে, মাগো, পুজোর মরশুম সেদিন সত্যি সফল হবে।