প্রথম চুম্বন
প্রথম চুম্বন


ভালোবাসার মধ্যে
কেবল আলো ছায়ার খেলা,
কখন কোথায় খেলতে খেলতে
হারালো ছেলেবেলা।
এখন শুধু মনের খেলা
যৌবন কে ঘিরে,
দুস্টু মিষ্টি যৌবনেতে
কতই রং যে মেলে।
সব থেকে তে রঙ্গিন লাগে
সাথী র ভালোবাসা,
গুটি গুটি জমতে থাকে
মনের ভিতর আশা।
মনের সাথী সঙ্গে পেলে
ভরে ওঠেই জীবন,
সকল পাওয়া হয় যে সারা
পেলে তার মধুর আলিঙ্গন।
কঠিন খুব ই ভোলা
মনে আসে প্রতিক্ষণ,
ভালোবাসার মানুষ হতে
পাওয়া প্রথম চুম্বন।