STORYMIRROR

Koushani Paul

Inspirational

3  

Koushani Paul

Inspirational

পৃথিবীর কান্না

পৃথিবীর কান্না

1 min
271

মানুষ বড়ো স্বার্থপর ,

কাটে শুধু অরণ্য 

ভুলে যায় সেই সবদিন 

যেদিন তারা ছিলো বন্য ।


গাছের পরে গাছ কাটা হয়

ভাবে না কথা ভবিষ্যতের 

কি যে হবে নব প্রজন্মের 

আজ থেকে একশো বছর পরে ??


পৃথিবীতে বেড়েছে গরম 

সূর্যের আলো যেনো আগুন 

এইসবের মধ্য দিয়ে

প্রাণীসকল ভুগছে দারুন !!


পৃথিবী আজ গর্জে উঠেছে 

ক্ষেপেছে আজ মানুষের ওপর

তাইতো আজ মারণ ভাইরাসে

পৃথিবী জুড়ে এতো হাহাকার !!


মরছে মানুষ লাখেরও বেশি

শ্মশানে আজ লাশ ধরে না ,

দেহের ওপর দেহ পুড়ছে 

কান পাতলেই শুধু কান্না ।


পৃথিবী কবে শান্ত হবে ?

জানা নেই সেকথা কারো

পৃথিবী যেনো বলছে রোষে

' মরো তোমরা , আরো মরো ' !


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational