STORYMIRROR

Abhrajit Debnath

Abstract Inspirational Others

4.6  

Abhrajit Debnath

Abstract Inspirational Others

পৃথিবী

পৃথিবী

1 min
23.7K



এত নীরব কেন?

ঘুমন্ত নাকি শক্তিধর?

কোথায় লুকানো পারমাণবিক বোমা?

অবতীর্ণ বিপদের প্রতিষেধক?


এখন অনেক রাত

সদর দরজায় কড়া নাড়ছে

ভাইরাসধারী বিষধর।

অসুখ চায় না গোপাল তাই,

ঠিকানা কোয়ারেন্টাইন।

বন্ধ দোকান, জনমানবহীন রাস্তায়

মিলে না কার্বনের কালো ধোঁয়া;

শুধু,

"খবর আসে!

দিগ্‌দিগন্ত থেকে বিদ্যুদ্‌বাহিনী খবর;"

মৃত্যুর মিছিলে হাহাকার চারিদিক

কারাগারে বন্দি শতদল।


এখন সময় কয়েকটাদিন

ঘরে বসে থাকার;

আমি আশাবাদী,

একদিন টিভির পর্দায়

ডাক পড়বে বাইরে বেরিয়ে আসার,

মহামারী হারিয়ে যাবে,

জয় হবে জনতার।

            


Rate this content
Log in

Similar bengali poem from Abstract