ব্রাউনীয় গতি
ব্রাউনীয় গতি


ধারালো অস্ত্রাঘাতে ভেঙে ফেলি দরবাজা
জীবন চুরি করে শৈশবের মজা।
নতুন মঞ্চে উঠে যখন করি অভিনয়,
ঈশ্বর জানেন বন্ধুর প্রয়োজনীয়তা
হাসি-কান্না-হার-জিতের পরে
বৃষ্টি এলে থাকে না ভয়।
ভালোবাসার রং নেই,
বিষাদ, বিফলতার শুরু থেকে
ভোর পাঁচটার এলার্মে কেটে যায় ঘুম।
দেওয়ালে নাম লিখে
শেষ বারের মতো ফেলে আসি
হোস্টেলের রুম।