প্রকৃতি তুমি কি !!!
প্রকৃতি তুমি কি !!!
প্রকৃতি তুমি কী! সত্যি তবে
উঠেছো মেতে মরণ খেলায়?
তাই বুঝি এই আজকের দিনে
'করোনা' মোদের গ্রাস করে যায়।
তোমায় মোরা করেছি শোষন, নষ্ট করেছি তোমারই পাণি,
প্লাস্টিকে তোমায় ভরিয়ে দিতেও, ভয় পাইনি একটুখানি|
জানি, তোমার বক্ষে বসে
জ্বেলেছি আগুন তোমারই বুকে,
তারই সাথে লক্ষখানেক, মেরেছি প্রাণী এক নিমেষে।
তাতে মোদের কিইবা গেলো
ছিলতো বন আর বন্যপ্রাণী|
তাই বুঝি তুমি মুখ ফিরিয়ে
বলছো এবার অনেক হলো
যুগের সাথে এগোতে গিয়ে
সমাপ্তিরই সূচনা হলো|
এবার কি তুমি হাসছো তবে
দেখে মোদের করুণ দশা
পৃথিবীর আজ কঠিন অসুখ
বিশ্বের আজ ভগ্নদশা।
জানিনা তবে আবার কবে
বিশ্বজগৎ মুক্তি পাবে
অস্তিত্বের এই লড়াই মোদের
তুমি ছাড়া আর কে জেতাবে।
আবার কবে দুয়ার খুলে
পা বাড়াবো এই জগতে
দেখতে পাবো মেঘের সারি
দিচ্ছে পাড়ি ওই আকাশে।
ওদের মাঝে মেঘ বালিকা
হাতছানি দিয়ে বললো ডেকে
"এতো কিসের সওয়াল জবাব,
বাধ্য নই কো উত্তর দিতে "
তাও তোরে বলি মন দিয়ে শোন
শিক্ষা নিবি আগের থেকে
তোরাই তো এই মারণ খেলায়
মেতেছিস যেন আপন তালে
তাইতো এই মৃত্যু মিছিল -
হাজার থেকে লকষেবা্ষে বাড়ে।