প্রিয় কবি
প্রিয় কবি
হারতে হারতে খেলায় ফিরছি
এই বিকেলে,
শ্রাবণ মেঘে বর্ষা টাঙাই,
দাম না নিলে।
যাচ্ছি কবি, তোমার বাড়ি
"দেবে কি সই?"
আমার হাতেও তোমার ছায়া,
না হয় পড়ুক সামান্যই।
বৃষ্টি তবু নাছোড়বান্দা
পথের শেষে।
বাড়ি ফেরার আমেজ টানে
ছদ্মবেশে।
উড়তে উড়তে ধর্মবিহীন
পায়রা পালক,
সস্তা দামের দেমাক তবু,
কাটছে আলো...
আমার কথা নাইবা ভাবুক
বর্ষা প্রিয়,
যাওয়ার কালে সীমান্তে বরং
দামটা দিও।