প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু


প্রিয় বন্ধু, আজ বহু বছর পর তোকে চিঠি লিখতে বসলাম l
একথা ভেবে - যদি তুই সেদিনের একটাদিন,
কিংবা একটা বেলা, অথবা যদি একটা মুহূর্ত - মনে করতে পারিস !
প্রিয় বন্ধ, আজ বহু বছর পর আবার তোকে মনে করলামl
একথা ভেবে - যদি তুই আমাদের সেই বন্ধু বন্ধু লুকোচুরি খেলার একটা বেলা ধরে আনতে পারিসl প্রিয় বন্ধু , আজ বহু বছর পর তোকে কিছু বলতে বসলাম ll
একথা ভেবে - যদি তুই আমার কথা সেদিনের মত চুপ্টি করে পাশে বসে একমনে শুনে যেতে পারিস I
প্রিয় বন্ধু - বন্ধু আমার, বহু বছর পর আজ তোকে খুব খুব মনে পড়ছে l
এ কথা ভেবে - যদি আমার সেদিনের তুই,
তখন এর মত করে শুধু একটা দিন, আমার একটা ডাকে - সব ফেলে দৌড়ে আসতে পারিসl
বন্ধু , আমার লুকানো ভালোবাসা -
যদি তুই একবার এসে জড়িয়ে ধরে বলতে পারিস সেই সে পুরনো কথা !ঠিক সেদিনের মতো করে l
তবে হয়তো হাসবে আমার কান্না !
সুখী হবে আমার দুঃখরা !!
সেদিনের সেই পরিপূর্ণ প্রেমিক আমার ,
পারবি নাকি দিতে সময় - এদিনের সর্বহারা হাহাকারের পাশে বসে, নীরবে সব কথা শোনার l