পরিবারে যত সুখ
পরিবারে যত সুখ
ছোট থেকেই জেনেছিলাম একটা কথা
সবার আগে ভাবা উচিৎ পরিবারের ব্যথা
যতই যাক তোমাকে সবাই দিয়ে ছেড়ে
যাবে না তোমায় নিজের পরিবার ভুলে
যাও যতটা পারো চলে যাও দূরে
যাবে না তোমাকে আপন লোক ছেড়ে
জীবনে যে কোনো কিছুর হোক মূল্যে
পরিবারেই আছে শান্তি সব কিছুর উর্ধ্বে
যাও যেখানে যাও, যত যাও দূরে
পরিবারে সব সুখ রয়েছে লুকিয়ে
