STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

3  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

প্রহর

প্রহর

1 min
134

এখানে এসেছি আমি কবিতা লিখেছিলাম বলে

আকাশের তারাগুলি খুঁজেছিল পথ

পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এলাকা জুড়ে

সমস্ত গ্যালারি থেকে শুরু করে।

সমস্ত ছায়াপাতের নিকটে পৌঁছে দেওয়ার স্মৃতি

রূদ্ধ নিঃশ্বাসের আয়োজনে

দেখেছি কবে সে সময়ে

প্রহরের কাছে প্রহরী হয়ে।

টিয়াপাখির ঠোঁটে একটা আলতো চিঠি দিয়ে

পৌঁছে দিতে চেয়েছি হলুদ খামের নীল চিঠি

সেখানে রাত্রি যাপনের আকাঙ্ক্ষা

চোখের বিছানায় রঙিন চাদরে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract