প্রেমিকার কথা
প্রেমিকার কথা
তুমি বলতে ,
আমার আলগা চুলে নাকি হাজারদুয়ারী
উড়নচন্ডী বাউল হয়ে
পথ হারায় স্বেচ্ছায়,
আমি বলেছিলাম ,
শহর জুড়ে পুরুষ সাম্রাজ্য তবুও
শুধু তোমার দৃষ্টিতে
আমার সিঁদুর লেপ্টায় !
মন্ত্রোচ্চারণ নয় সাতপাক ভুলে
সাতঅঙ্গ ছুঁয়ে আমার নিয়েছিলে প্রতিজ্ঞা ,
মন থেকে চোখ , পেট বুক ঠোঁট
একপশলায় , ভিজেছিলো সবটা !
আজও ঋতুচক্রের পৃথিবীতে
নিয়ম করে বর্ষা আসে ,
আষাঢ় ভেজে শ্রাবণের আঙ্গিনায় ...
জানিনা কেনো যে ,
মরুভূমি মন আটকে গেছে ,
তোমার ছোঁয়ামাখা সেই ঘরটার
বসন্ত দরজায় !!

