STORYMIRROR

Saptarshi Mondal

Classics

3  

Saptarshi Mondal

Classics

প্রেমিকার বায়োডাটা

প্রেমিকার বায়োডাটা

1 min
573

আমায় আর প্রশ্ন করে না নীল ধ্রুবতারা 

তারা জানে আমার ইচ্ছাগুলো আজ পূর্ণ দিশাহারা 

মদের গেলাসের নীল আভা নতুন সূর্যের মত 

আমাকে হাতছানি দেয় 

রোজ রাতে আড্ডায় বসি তারই সাথে জুত করে 

ভ্রমরেরা যে মধু চুরি করেছিল তোমার রেনু থেকে 

তার কোয়েক ফোঁটা মিশে গেছে এখানেও 

আমাকে স্বস্তি দিতে , স্বান্তনা দিতে 

বেঁচে রয়েছি আজও , জীবনের মত সবুজ 

কিন্তু পর্ণমোচি এই শরীরে আয়ু ঝরে পড়ে গেছে 

অনেককটাই ।

আমি মদের গেলাস ঠোঁটে জড়িয়ে নিলাম 

এই গেলাসে তোমার ছোঁয়া আছে 

তোমার কোলে আমার মরন 

আর মরনে আমার কবিতা , তোমাদের কবিতা ।

পূর্ণিমার চাঁদ আম গাছের ঝাড়ে উঁকি মারছে 

আজ নীলাভ নেশায় সেও উন্মত্ত 

আর যে শান্ত বিহঙ্গ সুর উড়ে গেল 

বাড়ির দিকে -- তোমার 

যেখানে সানাইয়ের আনন্দ রস ঝরে পড়ছে 

যেখানে ভিড় করেছে অপ্রেমীকের পঙ্গপাল 

সেখানে ; একটু আশীর্বাদ নিয়ে 

নীল গেলাস খালি হয়ে গেছে - এখন মাঝরাত্রি 

মন্দিরে বেজে ওঠে চার্চের ঘন্টায় আজানের সুর 

আমি পাগল হয়ে যাচ্ছি ধীরে ধীরে 

হাত পা অসার , অসহ্য যন্ত্রনা বুকের বাম নিলয়ে 

ওপরে নীল আকাশ , নীচে নীল গেলাস, নীল বৃষ্টি,

নীল পাখির কলরব 

নিজেকে নীলকণ্ঠ মনে হচ্ছে আমার । 


Rate this content
Log in

Similar bengali poem from Classics