প্রলয়
প্রলয়


আবার সেই পথে...
তাই ফিরছি সেই পথে আবার একবার।
শত কোটি মানুষের ভালোবাসা বুকে নিয়ে
কোন সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে ,
বা বীরের মতো কোনো মৃত্যুচিহ্ন বুকে জড়িয়ে
তাই ফিরছি সেই পথে আবার একবার।।
ডাকতে পারো আমায় নেতাজি নামে,
কিংবা টেনে নিতে পারো গলা জড়িয়ে
নিজেদের কঠোর পরিশ্রমে ,
তবু আমি তোমাদের একজন হয়েই বাঁচতে চাই
এই পবিত্র মাটির ধুলোয় একবার মরতে চাই ,
শত শত মায়ের পুত্র হয়ে
বারবার ফিরে আসতে চাই।।
ঐ অভিশপ্ত সিংহাসন, আমার জন্য নয়
ওর উত্তাপ আর আরাম আমার নাহি সয়,
আমি বির যোদ্ধা, ঢাল হয়ে প্রতিটা যুবকের চোখে
যুগ যুগান্তর ভেসে থাকতে চাই ।।
রোজ যারা পথে ঘাটে মাঠে,
জীবন সংগ্রাম করে বাঁচে, মরে
একমুঠো ধান হয়ে আমি গচ্ছিত হতে চাই
সেই গরিব দুখী সাধারণদের ঘরে ঘরে।।
রক্তের বদলে স্বাধীনতা আমার শপথ ,
আমি সেই প্রতি রক্তকণায় রক্তবীজ হয়ে
দেশের কোনায় কোনায় জেগে উঠতে চাই।
এ দেশের একশত কোটি আমার আপন ভাই
তাদের যৌবনের পাগলামোতে, বার্ধক্যের আশীর্বাদে
নারীদের মাতৃস্নেহে আমি
নিজেকে নতুন করে দেখতে পাই।।
নেতাজি হয়ে একলা এগিয়ে গেছি দেশের জন্যে
আবার সেই দেশের জন্যেই আজ
প্রতি যৌবনের আদর্শে হাজার হাজার নেতাজি
আমি পুনরায় বাঁচিয়ে তুলতে চাই ,
আর তাই, ফিরছি সেই পথে আবার একবার।