STORYMIRROR

Runa Nandi

Romance Fantasy

3  

Runa Nandi

Romance Fantasy

প্রেমিক

প্রেমিক

1 min
249


প্রেমিকের শরীরে আলাদা একটা সৌন্দর্য থাকে

তাকে ঘিরে থাকে অদ্ভুত এক ভালোলাগা।


তার মনেও জমা থাকে কিছু কষ্ট,

রাত্রি গভীর হলে তার বুক কেঁদে ওঠে ডুকরে ডুকরে।


টলটলে জল নাইবা পেলে

দীর্ঘশ্বাসের মেঘলা গন্ধ

মাঝে মাঝে খুঁজলেই যায় পাওয়া।


দুচোখে নীল সাগর না থাকলেও

তার আশ্বাসী হাত প্রত্যয়ী চিবুক

আলগোছে ছুঁয়ে দেখো

কখনো বৃষ্টি সে, কখনো আবার সবুজ অরণ্য।


মুঠোয় ধরতে না পারলে ও

কখনো সখনো হারিয়ে গেলেও

মনের সবটুকু রয়ে যায় তার ই দখলে।


কে বললো প্রেমিক হলেই স্বামী হবে-

কিম্বা স্বামী হলেই প্রেমিক--!


খোঁজার মতো ভালো করে খুঁজে দেখো

সমস্ত অলিগলি, দরজা জানালা গুলো মাঝে মাঝে একটু খুলো


আসলে সবার জীবনেই কোথাও না কোথাও প্রেমিক লুকিয়ে থাকে শুধুমাত্র প্রেমিক হয়ে



विषय का मूल्यांकन करें
लॉग इन

More bengali poem from Runa Nandi

Similar bengali poem from Romance