STORYMIRROR

Shubhadip

Abstract Tragedy Others

4  

Shubhadip

Abstract Tragedy Others

প্রধানের প্রিয় বৃক্ষ

প্রধানের প্রিয় বৃক্ষ

1 min
5

সারি সারি বৃক্ষ, বাড়ির প্রধানের ভালোবেসে পোতা,

প্রধান আর নেই, পুরো পরিবারটাই আজ ভোঁতা।

অথচ এমন সুপ্ত দিন ছিল না সাত সাতটা জনমেও,

থাকতো হাসি খুশি সদাই সকলে সামান্য কষ্টেও।

গাছ ভালোবেসে সময় করে যত্ন নিতেন সেগুলোর,

সামলাতেন কাজ, চাষ আবাদ, সংসার - ঘর।

বাড়ির ছোটরা খুশি হতো গাছ যখন বড়ো হতো,

প্রধান বলতেন তোরাও বড়ো হবি ওই গাছের মতো।

গাছে ধরলো পাতা, ফুল - ফল, ডাকলো কত পাখি,

প্রধান আর নেই, বুজেছেন তার প্রিয় দুটি আঁখি।

প্রধান বলত কি রে যত্ন নিবি তো আমি চলে গেলে

ছোটরা বলতো কাটাও তো জীবন হেসে খেলে।

আয়ু কমলো প্রধানের, ঘনিয়ে এলো শেষের সময়,

ছোটরা বড়ো হলো, ভুলেও গেলো সময় নষ্ট নয়।

কাটলো প্রধানের যত্নে পোতা সাধের প্রিয় গাছ,

পুরো পরিবারে নেমে এলো অন্ধকারের আঁচ।

✍️ শুভদীপ সাহা

ধাম - বসিরহাট

তারিখ - ০৭/০৩/২০২৪



Rate this content
Log in

Similar bengali poem from Abstract