প্রবাসী
প্রবাসী


কিসের জন্য ভালোবাসা, কিসের জন্য কাছে চাওয়া
যদি সময়ই না পেলাম গা এর গন্ধ নেওয়ার,
যদি অবকাশই না হলো একসাথে দাঁড়িয়ে সমুদ্র দেখার।
এই মানুষ, মানুষকে টাকা চিনতে শেখাবে,
এই মানুষ, মানুষকে বিয়ে দিতে বলবে
এই মানুষ, বাচ্চা দিতে বলবে
কিন্তু কেউ ভালোবাসতে বলবেনা
বলবেনা কারণ, এরা ভালোবাসতে জানেনা,এরা ভালোবাসার কথা শোনেনা,
এরা, উঁচু হয়ে থাকা বুকের ভেতরে রোজ একটু একটু করে বসে যাওয়া মনটার খবর রাখেনা।
কাছে থেকেও দূরে থাকার যা যন্ত্রনা, তা শুধু কবি কবিতায় লিখে গেছে,
সেই যন্ত্রণা সারিয়ে তুলেছে কজন!
যে মানুষ বুক বেঁধেছে অন্যকে নিয়ে, তার বুকের জমাটবাঁধা আগুন কে দেখেছে!
লাভা জমতে জমতে থিতিয়ে পড়েছে,
কাছে এসে দেখো, ফুটেছে গতরাত্রি সারাক্ষন।
ভালোবাসতে হবে বলে ভালোবাসা না, ভালো না বেশে পারা যাবেনা, এমন হোক ভালোবাসা,
উগ্রতা থাকুক, রাত্রি বেলা তুমুল কলহ থাকুক,
তারপর পাড়া ঘুমিয়ে পড়লে, মাঝরাত্রের চুমুও থাকুক।
ভালোবাসলে সর্বসমক্ষে ভালোবাসো
চোখে চোখ রেখে ভালোবাসো,
সম্ভব নাহলে সোজাসুজি বলো আসি
শহরের ঘামে ঘাম মাখিয়ে শেষে বলোনা যেন,
আমিতো প্রবাসী।