STORYMIRROR

Debanjoly Chakraborti Chakraborti

Romance Tragedy Others

3  

Debanjoly Chakraborti Chakraborti

Romance Tragedy Others

পিপাসা

পিপাসা

1 min
281

মন আমার বাস্তুহারা, বুকের খাঁচা শূন্য

বেঁচে থাকা অর্থহীন, নিরাশায় পূর্ণ।

সকাল কিংবা সন্ধ্যে, সময় অবাঞ্ছিত

জেগে আছি না মরে গেছি সেটাও অজ্ঞাত।

ভালোবাসা, উড়ন্ত মেঘের মতো এসেই হারিয়েছে।

জীবনের এই উষা লগ্নে, গোধুলি রাঙিয়েছে।

অতৃপ্ত মনের বাসনা, ক্ষুধার্ত সবাই আজ

নিজেকে নিয়ে কাব্য করার নেই কোন অভিলাষ।

অন্ধকারের রাজ্যে এখন আমার নিঃসঙ্গ বসতি,

তোমাকে হারিয়ে, হারিয়েছি আমি আমার জীবন জ্যোতি।

তুমি প্রাণ, তুমি গান, তুমিই তো হৃদয়মাঝে

তোমাকে ছাড়া এই সুন্দর পৃথিবীও অসহ্য লাগে।

জানি তুমি ফিরবে, এই প্রকৃতির হাত ধরে

আমি অপেক্ষায় থাকবো সহস্র, যুগেরও পরে।

তোমার হাতে কোমল পরশে ,আমি আবার জেগবো ;

ভালোবাসার খেলায় আমি আবার মেতে উঠবো।


Rate this content
Log in

More bengali poem from Debanjoly Chakraborti Chakraborti

Similar bengali poem from Romance