কাগজের নৌকা
কাগজের নৌকা
"এমন দিনে তারে বলা যায়" -
এমন শ্রাবন দিনে,একলা জানালায়,
বৃষ্টি ধারায় তারে খোঁজা যায় |
এমন ঘন ঘোর বরিষায় -
অজানা কোনো নাম,না শোনা কোনো গান,
অদেখা কোনো স্মৃতী -ছোঁয়া যায় |
যখন মেঘ স্বরে হৃদয় ঝরো ঝরে -
বানভাসি জল দেয় মনের উঠোন ভরে,
তখন নৌকা এক ভাসিয়ে সেই জলে,
দুজনে মুখ মুখি বসা যায় -
জলে ঢাকা ফুটপাথে,কাগজের নৌকাতে,
পাল তুলে দিয়ে,মন খোলা যায় |
স্মৃতিহীন স্মৃতিকথা,দুঃখহীন দুঃখগাথা,
মনে মনে দুজনায় গাওয়া যায় ||
মেঘমল্লার রাগে গাওয়া গান ছুঁয়ে যাবে -
হাইরাইসের সারি,জলে ভেজা ফ্ল্যাটবাড়ি,
জ্যাম জটে ফেঁসে যাওয়া ট্রাম-বাসে নীল শাড়ি,
চশমার ভিজে কাঁচ,পনিটেল-চাপ দাড়ি |
তের তলা জানালায়,খোলা চুল উড়ে যায়,
ভাঁড়ের চায়ের ধোঁয়া ফুটপাথ ছেড়ে এসে -
শ্রাবন বাতাসে ভেসে,
মেঘ রাগে চুল ছুঁয়ে গান গায় -
"এমন ঘন ঘোর বরিষায়"।।

