পাপ
পাপ
মা আমি তো ডাক্তার হতে চেয়েছিলাম ,
দিনরাত জেগে মানুষের সেবা করতে চেয়েছিলাম ,
তোমাদের গর্বিত বোধ করাতে চেয়েছিলাম ,
যখন কেউ জিজ্ঞেস করবে, কি করে তোমার মেয়ে?
গর্বের সাথে যাতে বলতে পারো, আমার মেয়ে একজন ডাক্তার।
কিন্তু কি করে বুঝব যে এই নরকে স্বপ্ন দেখাও পাপের ,
ভেবেছিলাম এই স্বাধীন দেশে হয়তো আমিও স্বাধীন ,
কিন্তু বুঝতে পারিনি এই সমাজে আমারা আজ ও পরাধীন,
হতে চেয়েছিলাম ডাঃ মৌমিতা ,
কিন্তু হয়েগেলাম দ্বিতীয় নির্ভয়া।
