পাহাড়ের কোলে
পাহাড়ের কোলে
লেকটা ;
হয়তো দূরবীণের,
কোণায় আছে লেগে,
অচিন পাহাড়ের কোলে কাঁখে;
ছোট্ট শিশুটির মত নির্বাক নিশ্চুপে ;
মহাদেবের জটায় জড়িয়ে পড়ে রয়েছে একা ,
সেইতো প্রথম আর সেইতো শেষ অদৃষ্টরেখা ,
ধোঁয়ায় তন্দ্রাচ্ছন্ন প্রদীপে আর ধুপে ,
শীতের আমেজ পাহাড়ের বাঁকে ,
রয়েছি একাই জেগে ;
প্রাপ্তি বড়দিনের ;
কেকটা।

