নিস্তব্ধতা
নিস্তব্ধতা
নিস্তব্ধতা কখনো বলে যায় অনেক কিছু রেখে যায় কিছু না বলা কথা, কিছু অভিমান আর বুক ভরা বেদনা।
নিস্তব্ধতা কখনো বলে যায় হৃদয়ের অন্তহীন ভালোবাসা, যা ছিল সুপ্ত সময়ের নির্মম পরিহাসে যা হলো না বলা ছিল যা অন্তরে সংগোপনে।
নিস্তব্ধতা কখনো পরিপূরক কখনো বা অসম্পূর্ণ পূর্ণতার চাদরে মোড়া এক ফালি কষ্ট, সময়ের কালচক্রে থেকে যায় অস্পষ্ট বিদীর্ণ স্মৃতি পটে।
