STORYMIRROR

Kazi Mostak

Abstract Others

3  

Kazi Mostak

Abstract Others

নিষিদ্ধ করো

নিষিদ্ধ করো

1 min
180

তার চেয়ে বরং আমাকে নিষিদ্ধ করো

আর আমার কবিতাগুলো বাজেয়াপ্ত করে দাও

আমার কাটা মাথার মূল্যটাও নির্ধারণ করে দাও

সাথে রাষ্ট্রর প্রান্তর জুড়ে হুলিয়া জারি করে দাও ।


তার চেয়ে বরং আমাকে মিথ্যা মামলা দাও

রাষ্ট্রের অলি গলিতে আজ তল্লাশি চৌকি বসাও

আর রাষ্ট্রের সব রক্ষি বাহিনীকে পাহারায় বসাও 

রাষ্ট্রের দেয়ালে আমার ছবি আর পোষ্টার লাগাও ।


তার চেয়ে বরং আমার মাথাটা কেটে নাও

এ মাথা গণতন্ত্রর জন্য দিয়ে দিলাম কেটে নাও

এ মাথা আমার উত্তরসূরীদের জন্য দিলাম নাও 

নাহয় মাথা তুলে দাঁড়াব যত হামলা মামলা দাও ।


তার চেয়ে বরং আমার আঙুল কেটে নাও

নয়তো অন্যায় অবিচারে আঙুলটা তুলতে দাও

তুমি জুলুমবাজ ফ্যাসিস্ট নাহলে কেন ভয় পাও

মনে রেখো অন্যায়ের প্রতিবাদীদের দেখবে তাও ।


তার চেয়ে বরং আমার পা'দুটো কেটে নাও

যেন আমাকে তুমি বিরোধীর মিছিলেও না পাও

তামাম রক্ষীবাহিনী সাথে তবু আমাকে ভয় পাও

মনে রেখো প্রতিবাদীরা থামবেনা যতই বাধা দাও । 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract