STORYMIRROR

Kazi Mostak

Abstract Others

5  

Kazi Mostak

Abstract Others

হারিয়ে গেছে

হারিয়ে গেছে

1 min
436

এই যে দাদা ভাই শুনছেন ?

জ্বী বলেন

আমি হারিয়ে ফেলেছি একজনকে

আপনারা কি দেখেছেন তাকে ?

কি নাম তার ?

বিবেক ৷

বিবেক !

হ্যাঁ বিবেক,

আসলে অনেক দিন হলো দেখিনা তাকে

এই আসলাম একটু আপনাদের শহরে

তাই ভাবলাম খোঁজ নিয়ে যাই কেমন আছে ৷

তাকে অনেক খোঁজাখুজি করলাম

সরু গোলি শহর বন্দর সব খুঁজলাম

কিন্তু কোথাও তাকে দেখতে না পেলাম

দাদা ভাই আপনারা কি দেখেছেন তাকে

এক পৃথিবী মুখোশের ভীরে যদি কভু দেখা মিলে

প্লিজ একটু বলবেন ওর ভাই মনুষত্বও মারা গেছে ৷


Rate this content
Log in

Similar bengali poem from Abstract