নির্ভীক
নির্ভীক


এই পৃথিবীটা অনেক রহস্য ধরে রাখে।
তার মধ্যে আমরা কিছুটা রাখি।
কিছু কথা বলে দি আর কিছুটা থাকে বাকি।
সেই বাকি কথা বলার, আর হয়ে ওঠে না সুযোগ।
তার জন্যে হতেই পারে অনেক অভিযোগ ।
সব কথা বলতে তাই, আমি আসলাম যে এত রাতে।
তোমার হাত ধরে কাটাবো সারাটা জীবন, তোমার হাত ধরে তোমারই পাশে থেকে।
এই মেঘলা রাতে চলছে নিশি,
ছুটে এলাম দেখতে তোমার সেই মিষ্টি হাঁসি।
আর করো না গো দেরি, বেরিয়ে দাও দেখা।
তোমার প্রেমে পড়ে লোকে যে বলে আমায় বোকা।
সে সব মেনে নিয়েও আমি আছি ঠিক।
তোমার প্রেমে পড়ে হলাম আমি নির্ভীক,
তোমার প্রেমে পড়ে হলাম আমি নির্ভীক।।
-কৌশিক