নারী তুমি
নারী তুমি


নারী তুমি
পবিত্রের তটভূমি
নারী তুমি
শ্রীক্ষেত্রের পুণ্যভূমি ।।
নারী তুমি
কোকিলের স্বর রূপী
নারী তুমি
কখনও বহুরূপী ।।
নারী তুমি
প্রেরণা শক্তি দায়িনী
নারী তুমি
দয়ার পাত্র মোহিনী ।।
নারী তুমি
দিব্য শক্তিময়ী
নারী তুমি
দেবী স্বর্ণময়ী ।।
নারী তুমি
দিতে পারো অভিশাপ
নারী তুমি
পুরুষের অন্য রূপ ।।
নারী তুমি
কল্যাণযয়ী মাতা
নারী তুমি
পিতৃহীনের পিতা ।।
নারী তুমি
সাহসীও হতে পারো
নারী তুমি
লক্ষীবাঈ হতে পারো ।।