STORYMIRROR

Ranu Sil

Abstract Fantasy Others

2  

Ranu Sil

Abstract Fantasy Others

মশাল হবো।

মশাল হবো।

1 min
118


মশাল হবো, মশাল হবো,

জ্বালবো আগুন, ছড়াবো তাপ

কড়া নেড়ে, ঘরে ঘরে

খুঁজব এখন বীরপ্রতাপ


মশাল যখন ভরবে আকাশ 

ছড়িয়ে দিয়ে উষ্ণ বাতাস 

শিরশিরে সব সরীসৃপের 

হবেই তখন ভীষণ ত্রাস ।


মানুষ হবার ডাক দিবি চল

ভূমির আঙ্গন চল খুঁড়ি, 

আগুন পাহাড় করবে প্রসব

দিগজ্বলা সব ফুলঝুরি।


বারুদ হয়ে খুঁজবে যখন 

আগুন দেবার সলতেটা !

দেখবে আছে সবার আগে 

তোমারই সেই কলজেটা ! 


নিকষ অন্ধকারেই হবে

মেরুপ্রভার ঝলকানি - - 

বজ্র দিয়ে জ্বালিও তুমি 

তোমার ঘরের দীপখানি


মোমের বাতি জুড়ে জুড়ে

মশাল হবো মশাল হবো--

প্রতিবাদের বারুদ মেখে

ভীষণ কালাপাহাড় হবো ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract