খগ খায় কী ?
খগ খায় কী ?
কাক্কেশ্বর কুচকুচে খাচ্ছে বড়া মুচমুচে
জঞ্জাল জমে গেল আজ।
তাই দেখে হাঁড়িচাঁচা হিংসেয় ভাজা ভাজা
ভাবে আজ ফলে নেই কাজ।
মাছরাঙা খায় মোমো, কেন বাবা জলে নামো?
মাছেদের ভারি আহ্লাদ।
তিনটে শালিখ ছানা, কেঁদে-কেটে বাঁচেনা
পাকা পেঁপে বড়ো বিস্বাদ।
মৌটুসি ছাড়ে গেহ, হয়েছে যে মধুমেহ
টোম্যাটোর স্যুপ ! দ্যাটস্ ইট্।
বৌকথা বলে ডেকে, চল্ যাই আমিনাতে
কখনো কি, ডিড্ ইউ ডু ইট্?
চিল খোঁজে শিঙারা, দোপেঁয়াজা,পকোরা
ইঁদুরটা বেঁচে গেল আজ।
টিয়া ঝাঁকে করে টা কি? পিৎজার খোঁজে নাকি!
পেয়ারায় ভরে থাকে গাছ।
