আষাঢ়স্য প্রথম দিবসে (শারদ সংখ্যা)
আষাঢ়স্য প্রথম দিবসে (শারদ সংখ্যা)
হলুদ সালফার আর জমাট রক্তের ঝাঁঝালো মৌতাত
কৃষ্ণচূড়াদের ক্যামোফ্লেজ যখন ক্যাকটাসে
স্থবির শীতল লাশের প্রাচীর সীমান্তজুড়ে
ডেকে এনেছে তপ্ত বায়ু, অকস্মাৎ বিস্ফোরণের অভিঘাতে...
ভীত মৌসুমি বায়ুও নাকি পথভ্রান্ত, জলছবিতে ভাসে
প্রশান্তির 'ম্যাঘ দে পানি দে'র আকুল আকুতি
মেঘদূত বার্তা পাঠিয়েছে, আমি চাতকের হা-দৃষ্টিতে
সীমান্তপারে দেখি পরিযায়ী মেঘেদের গোপনে জটলা
মৃত শিশুদের মুখে ঢালি বিশল্যকরণী সুধা
আষাঢ়স্য প্রথম দিবসে।