মনের ভালবাসা
মনের ভালবাসা
নীরবে থাকি যখন
তোমারই কথা মনে পড়ে তখন
মনে হয় তুমি বোধহয় আসবে এখন
গল্প করব তোমার সাথে
ঘুরতে থাকব আমরা দুজনে একসাথে
দোলনায় দুলব আমি তোমার সাথেই
তুমি বাজাবে বাঁশি
গাইব আমি তোমারই গান
সুরের মাঝে ডুবে যাব একসাথে আমরা দুজন
কৃষ্ণ তুমি পুরো পৃথিবীর পিতামহ
আর আমার মনের ভালবাসা।

