মনের ভাবনা
মনের ভাবনা




নিজ মনের সমস্ত কথার জ্ঞাপন জন্য পাবেন নেই পদ,
প্রত্যেক ভাষা ক্রমাগত লাগেন অগণিত শব্দের ঘুট্ঘুটে গভীর হ্রদ |
অক্ষর অক্ষরের উপযুক্ত সংযুক্তি দ্বারা হয়ে সংবাদ,
মানুষ মানসের সবাই ভাবনার করতে পারেন নেই অনুবাদ |
অন্তর অভিমত অভিব্যক্তি সময়ে যদি না থাকে ভাল স্বাদ,
তারপর নিশ্চয় হতে পারেন বিরক্তিজনক বিবেকহীন বাদ বিবাদ
যে কারো কাছে খোলাখুলি করবেন না নিজের যে কোন ভেদ মতভেদ,
জানা যাবেন না কেউ ব্যক্তি কখন কোথায় পরিণত হবেন নটখটে নারদ
জানা অজানা জন শুনান কর্ণ কঠোর কর্কশ অপশব্দ অপবাদ,
সকল পরিজন সঙ্গে করতে পারবেন নেই ব্যর্থ প্রতিতুলনীয় প্রতিবাদ
মনোরম বচনের শ্রবণ ব্যাখ্যান দ্বারা করবেন পরিবেশকে আহ্লাদ,
রমণীয় কমনীয় কথোপকথন দ্বারা পাবেন গুরুজনের অনন্য আশীর্বাদ
পরিদর্শন হয়ে যখন শ্রীলক্ষ্মীনারায়ণের পাবন পাদ,
হৃদয়ে প্রারম্ভ হয়ে ঠাকুর ঠাকুরানীর জন্য ভক্তিযুক্ত নাদ নিনাদ
শ্রুতি হয়ে যখন সায়ংকালীন শঙ্খনাদ,
আভাস হল যে এই দিনের ক্ষণ ছিল শঙ্খক্ষেত্র শ্রীজগন্নাথের বরাদ