মন
মন


বহুবার চিন্তা করি যে
তুমি কেন আছো আমার হৃদয় মাঝে,কতদিন ও কতজনের প্রেমের কে
ভাঙচুর করে ফেলে কাছে।
থাকে আমাদের সাথে চিরকাল,
কখনও দেয় শক্তি কখনও নীচু ঢাল।কবে মরবে যেন ?
আর থাকতে না চাই এর সাথে,
ঘুম হতে দেয় না অমাবস্যার রাতে।একটি শব্দ যে কখনও মরে না,
সকল মানুষের হৃদয়ে জায়গা করেবসে থাকে সেই শব্দ হল মন...