মায়া
মায়া


মায়া কেটেছে, ছায়া সরেনি -
অধরা পরমানন্দের আবারও বর্ষবরণ,
কণ্টকী প্রনয় পুষ্পে প্রতীক্ষার সহমরণ।
আবারও অশনিসংকেত?
মায়া কেটেছে ছায়া সরেনি -
প্রতীক্ষার স্বপ্নাদেশে অমরত্ব লোভ,
বিঁধেছে বিষাক্ত সূঁচ অভিমানী ক্ষোভ।
আবারও ছন্দ বিলোপ?
মায়া কেটেছে ছায়া সরেনি -
আগাগোড়া কবিতারা মাখে অনুভব স্পন্দন,
অশ্রুর স্পর্শে মাখামাখি অঞ্জন।
আবারও সুধা সংকেত?
মায়া কেটেছে ছায়া সরেনি -
বিগলিত অভিশাপ স্ম্রিয়মান আবেশ মাখে,
নিষিদ্ধ ভালোবাসা অশ্রু মাখা ঘোলা চোখে।
আবারও বিচ্ছেদ বাণী?
মায়া কেটেছে ছায়া সরেনি -
মায়া কেটেছে তবু ছায়া সরেনি।