মাতৃবন্দনা
মাতৃবন্দনা
যখন আমি দুর্দশাগ্রস্ত,
এবং আমার আত্মা অবসন্ন,
যখন বিপত্তি আসে,
এবং আমার হৃৃদয় ভারাক্রান্ত হয়,
তখন আমি নীরব ও নিশ্চল,
এবং আমি অপেক্ষা করি গভীর নিস্তব্ধতায়,
যে পর্যন্ত না তুমি আস,
এবং এক মুহূর্ত আমার পাশে বসো,
তুমিই আমাকে উত্তোলিত কর,
যাতে আমি পর্বতসম উচ্চতায় দাঁড়াতে পারি;
তুমিই আমাকে উত্তোলিত কর,
যাতে আমি উত্তাল সমুদ্রে চলতে পারি;
আমি দৃঢ় এবং শক্তিশালী,
যখন তুমি আমার পাশে থাকো;
তুমিই আমাকে উত্তোলিত কর,
আরও অনেক বেশি, যতদূর আমি পারি।