মানবতা
মানবতা


বিশ্বের পতি বিশ্বপতি
মালিক এ জগতের তুমি ,
তোমার সৃষ্ট প্রকৃতি মানব
সব প্রাণীর তুমিই স্বামী ।
তোমার চিত্রকার বিশ্বকর্মা
নিখুঁত কলা তার তুলিতে ,
যা গড়েছ রং ভরেছ
সংশোধন বিনা একবারেতে।
কুমোর পাড়ার কুমার নরেশ
জগৎ খ্যাত এক কলাকার ,
তার গড়া মূর্তি গুলি
অপূর্ব কলার সে যাদুকর ।
বিশ্বকর্মার মূর্তি আজ
হিংসায় একে অপরকে মারে,
নরেশ পালের মূর্তি দেখে
তোমার মানব মাথানত করে ।
এই বিভেদকারী হিংসা বুদ্ধি
তোমার সৃষ্ট জীবে পাবে ,
ছোট মুখে বড় কথা হলে
একবার নিচে এসে দেখ তবে।
মানুষ হারিয়েছে মানবতাবোধ
চা ঘিয়ে মাছি পড়ার মতন,
চা ফেলে, ঘি ফেলেনা
মাছি ফেলে অতি যতন ।
দামের বিচারে প্রাণের মূল্য
বাস্তবে আজ মাছির সমতুল্য ,
তোমার তুলির ত্রুটির কারনে
ক'জনা পায় প্রকৃত মূল্য ।
মৃত্যু শোকে তপ্ত যারা
কষ্ট ভোগে সংসারে পলপল,
মনুষ্যত্বের অভাব তোমার সৃষ্টিতে
মানবতা আজ রসাতল ।